আমাদের জন্মই হয়েছে জন্ম-জন্মান্তর ভালোবাসার জন্য,
মুড়ীতে-মধুতে মাখামাখি; কখনো কাঁচালঙ্কা-পিঁয়াজ,
চানাচুর-ধনেপাতা টমেটো বিটলবন সরিষাতেলে ঝালমুড়ি,
আম-দুধ-ভাত, দই-চিড়া-সন্দেশ, ইলিশ বা মোরগ পোলাও,
জীবন যেখানে যেমন ভালোবাসায় জড়িয়ে থাকবো নিঃশ্বাসে-বিশ্বাসে।
একথা গোপন রাখার বা করার কোন সঙ্গতকারণ খুঁজে পাই না,
আজও মিশনের রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে পড়ে মুকুন্দ দা'কে,
বীণাপাণির রাস্তা, বেদগ্রামের সবুজ দূর্বাঘাস খেজুর পাতার পাটি;
সে এক দিন ছিল বাঁধনছেঁড়া নবীন বয়স; জবারাঙ্গা চোখ ফাঁকি দেয়া,
কয়েকযুগ পরেও দেখ ভোরের আযান আছড়ে পড়ে বাসি বিছানায়,
কেমন নির্ঘুম কেটে যায় রাত, অসুস্থ শরীর,- তবুও আবেগী আগুনে পুড়ি।
প্রেম করোনা মানে না, ইচ্ছে হয় বুকের মধ্যে মুখ লুকাই এই লকডাউনে।
পাঁজরে পাঁজরে বেড়ে উঠুক স্বচ্ছসম্পর্কে মৃত্যুহীন প্রেমময় জীবন।
চৈত্র শেষে বৈশাখীবৃষ্টির ফোঁটায় যেমন নবযৌবনে হেসে ওঠে কিশলয়,
এসো ভাসি শুকনো নদীতে জোয়ারপ্লাবনে হলুদজ্যোৎস্নার ঝিলিমিলিতে।
--------------------- ---------------------
২৩শে এপ্রিল ২০২০, ১০ই বৈশাখ ১৪২৭, বৃহস্পতিবার, দুপুরঃ০২ঃ০৩মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.