হাজারটা চুনোপুঁটি ঘাটাঘাটির এই প্রহসন তবে থাক এবার,
নিটোল জলে শুধু গোটা বিশেক রুই-কাতলা শিকার করা হোক।
১৯৭১ আর ১৯৭৫ খুবই সামান্য সময় স্বীকার করতেই হবে,
১৫ই আগষ্ট ৭৫' ভেঙ্গে দেওয়া হলো সদ্যস্বাধীন ভূখণ্ডে জাতির লৌহমেরুদন্ড!
নীরব ছিল যারা, তারাই সরব এখন সেইসব জন্মত্রুটি গুটিপোকার বাসা বুকে নিয়ে,
লালন করছে সুবিধাবাদী অপশক্তি এই জনতার চোখে ধর্মের ধূলো ছড়িয়ে দিয়ে।
জন্মের মৃত্যু, সৃষ্টিরও ধ্বংস আছে; ক্ষমতা অপব্যবহৃত হলে তারও বিনাশ আছে।
আবার ৭১' আসবে, যুদ্ধ হবে; ৩২ নম্বরের রক্ত গড়িয়ে যেতে যেতে তাই বলে গেছে।
'দেশপ্রেম ভণ্ডদের শেষ আশ্রয়' খটকা লাগলেও মোটেই মিথ্যে নয় বার বার প্রমানিত,
নষ্টদের অধিকারে যাচ্ছে সবকিছু; তাইতো কবি হুমায়ুন আজাদ, অভিজিৎরা বাঁচে না।
অসংখ্য সাগর-রুনি, তনু-মিতুদের বিচার প্রক্রিয়াশৈলী মঞ্চনাটকের নিত্যকার মহড়া।
মেজর (অবঃ) সিনহা কাদের খান তো এক চিমটি নস্যি বিডিআর বিদ্রোহের তুলনায়।
অদৃশ্য মুঠোয় তালা-চাবি, নতজানু ভুখণ্ডের বুদ্ধিপোকা তাবৎ মেধা বরফাচ্ছাদিত, পঁচা।
খুন, ধর্ষণ, মিথ্যে আর জালিয়াতির জয়জয়কার, কেবা থামায় অপশক্তির ভয়াবহবৃদ্ধি!
----------------- --------------
১১ই আগষ্ট ২০২০, ২৭শে শ্রাবন ১৪২৭, মঙ্গলবার, দুপুরঃ০১ঃ০১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.