(ফোন করা হয়নি বলে যে গাল ফুলিয়ে আছে)
।
দিনের ১২ টা
জীবনের ১২ টা
যৌবনের ১২ টা
ঘড়ির কাঁটাও ১২ টায়!!!
এমন সময়টাতে করুনা করে না সর্বনাশা করোনা!!
আহারে জীবন! টেনে-হিঁচড়ে থেঁতলে নিয়ে যাচ্ছে-
ওপারে কে বসে আছে! এত আক্রোশ কিসের গো!
একবার গড়মিল হ'লে সরল অঙ্কও মিলানো দুস্কর।
দিন-রাত কখন আসে কখন যায় কারো কারো তাও
হিসেব রাখার মত পরিস্থিতি নাই; অনিবার্য মৃত্যুকেও
বেঁচে থাকার সোনালী স্বপ্নে মুড়িয়ে বুকে আগলানোর
প্রানান্ত প্রচেষ্টা! কিন্তু সে স্বপ্ন কাঁচের চুড়ির মত ভঙ্গুর!
হই..হই, সাবধান! টর্চ মেরে চেঁচায় রাতের পাহারাদার,
নিজের নিরাপত্তা বুঝে না সে, ক্ষুধায় চায় দু'টো নুনভাত!
------ ------ ------ ------ ------ -----
১৭/০৪/২০২০, ০৪/০১/১৪২৭, শুক্রবার, দুপুরঃ১২ঃ০০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.