এই বালুচরে বসে, নদীর ধারে
তোমার মুখে দেখি সোনার আলো ঝরে।
তোমার নীল চোখে বাঁধা নদীর তরঙ্গ,
আমি তোরে চাইছি, সে যে নিভৃত মায়া রঙ্গ।
তোর চুলের মায়ায় বাঁধা শিউলি ফুলের গন্ধ,
তুই যখন হাঁটি সাথে, ভরে ওঠে সন্ধ্যাবাতাস মন্দ।
তোর কোমল হাতখানি যখন ধরিস আমার হাতে,
লাগে যেন জীবনের সব সুখ আছে এ তাতে।