আমি একটা কবিতা লিখবো,
যেখানে দুঃখের ছিটেফোঁটা রাখবো না।
যেখানে আনন্দের সমুদ্রে ভাসবো না।
সেখানের পুরোটা জুড়ে আমি থাকবো।
আমি একটা কবিতা লিখবো!

আমি একটা গান লিখবো,
যেখানে করুণ কোনো সুর থাকবে না।
যেখানে আনন্দের সুর ও বাজবে না।
সেখানে আদ্যোপান্ত নিজেকে রাখবো।
হ্যাঁ সত্যি! আমি একটা গান লিখবো।

শুনছেন? আমি একটা গল্প লিখবো,
যেখানে নায়ক আমি হবো না।
যেখানে ভিলেন আমিও রব না।
সেখানে আমি আমার কথা বলবো।

ওহ আচ্ছা! কি যেন বলছিলাম?
আমি একটা কবিতা লিখবো!