জানুয়ারি মাস,
ইউক্রেনের ঘাড়ের উপর রাশিয়া ফেলছে শ্বাস।
জানুয়ারি শেষে ফেব্রুয়ারী এলো,
তেলের দাম আকাশচুম্বী, যুদ্ধের দোষ দিলো।
কোনোমতে ফেব্রুয়ারীর আঠাশ দিন কাটলো,
মার্চ মাসেতে বাজারে এবার দামের বোমা ফাটলো।
তেলের দাম বাড়লে তো সবের দামই বাড়বে,
সরকার কি তেলের উপর ভর্তুকি দিতে পারবে?
ভর্তুকিতে দাম কমলো, অন্যের দাম কমে না,
এবার দোষ সিন্ডিকেটের, দায় অন্য কেউ নেবেনা।
এপ্রিল এলো সাথে নিয়ে টিপ, হিজাব আর মন্ডল।
ধর্মান্ধের দেশ রে ভাই, এটাই গন্ডগোল।
অপরাধীর ধর্ম হয়না কবে তোরা বুঝবি?
ধর্ম একপাশে রেখে অপরাধ কবে খুঁজবি?
বাইশের অনেক বাকি, কতকিছু আরো দেখবো,
সেসব নাহয় অন্যদিন ছন্দে ছন্দে লিখবো।