সবাই জানে,সবাই জানে,
বনে থাকে বাঘ ,
হু , হু বাবা,বলতো
মনে থাকে কে ?
যেমন থাকে ঘরের মধ্যে
আরেক ঠাকুর ঘর,
ঢুকতে গেলেই-দান্ড়া !
শুদ্ধ কাপড় পর !
তেমনি আমার মন কুঠুরি
কেও বা দিল আগল,
ঢুকতে গেলেই করছে বারণ,
বলছে ডাহা পাগল!
ভাঙতে হবে মনের আগল
ঢুকব ঘরে তে-
পারবো নাকো , ঠেলতে একা,
বন্ধু হবে কে ?
সবাই জানে,সবাই জানে,
বনে থাকে বাঘ ,
রাতের বেলা মাছ খাওয়াবো,
দিয়ে ঢাকা শাক ...