২০১৩ শাওন
(শুরুটা আগের কবিতা থেকে নেওয়া...)
টিপ টিপ টুপ টাপ
রিমঝিম ঝমঝম
চুপ চাপ লুকোছাপ
ভালো লাগা বেশী কম।।
গুড় গুড় গুম গুম
বিদ্যুত চমকায়
একা বসে মুখ দেখি
বিদেশী সে আয়নায়।।
ছপ ছপ হাওয়াই য়ে
কাদা জল ছিটিয়ে
দিলু কাকা ঐ যায়ে
হান্টু প্যান্ট গুটিয়ে।।
চব চব ভিজে ভিজে
ঘোষ বাবু বাজারে
চক চকে ইলিশের
দর হয় হাজারে।।
ছিক ছিক হেচে মরে
ঝি না এলে সব স্টপ !
গাল ধরে বাবু দিলো
হোমোপ্যাথি দুই ড্রপ।।
রাম রাম --গয়লা
মন খুব খুশ তার
ঘাস খেয়ে গরু গুলো
বাড়িয়েছে কারবার।।
একা একা ভিজতে
ভালো আর লাগেনা
উপর ওলার শাপ
এজন্মে যাবেনা !!!
ঝম ঝম বরষা
যানা তুই ফ্রান্স-স্পেন
তোর মুখ দেখতে
চাইনা আমি এগেন।।
২০১৪ শাওন...
লাজ হীন বরষা
ফের কেনো আসলি ?
মনের আগল ভেঙ্গে
ফের কেনো কান্দালি ?
কাক ভেজা চাষা বৌ
গুন গুন গাইছে ,
ধান বুঝি ভালো হবে
মন তার বলছে ।
লাফ মেরে ডুব দিলো
পেট মোটা ব্যাং টা
খপ করে তুলে নিলো
এক পেয়ে বকটা !
নদী পাড়ে মুড়ি খায়
মিশ কালো মাঝি ভাই,
বারে বারে খেপ দেয়
ঘরে যেতে কাল নাই।
সাত পানচ শাক নিয়ে
রাস্তায় খেনো বুড়ি
সস্তায় বেচে সাথে
দিলখুশ ফুল বড়ি।
প্লাস্টিক পেতে বসে
নেতাই কেওট ছোন্ড়া
চূণো পুটি বাণ মাছ
গুগলী ও কেঙ্ক্ড়া ।
চারদিক খুশী খুশি
সবুজে ও ছন্দে,
তবু বলি তুই যা
দূর তাসখন্দে
তুই এলে শূন্য টা
বড় ভারী মনে হয়,
কণা টুকু আছে সাথে
হারাবার ভয় হয় ।।