ঐ দেখো বেহুলার ভেলা
শয়ে শয়ে কাতারে কাতারে
ভেসে যায় নানুর ভাটপাড়া
আসানসোলের নদী বেয়ে !
বিদ্যাসাগর রবিঠাকুর স্বামিজীর
লৌহার ঘরে লুকানো ছিদ্র...
বাইরে হিস হিস করছে ধর্ম কালনাগিনী !
ওরে বেহুলা চেয়ে দেখ...
ভেতরে যারা তাদেরো আস্তিনে
কালনাগিনী ধর্ম...
আর কিছু শকুন দূরে দাঁড়িয়ে
অপেক্ষায়...!
ওরে বেহুলা জাগ জাগ...
বন্ধ কর এই নানুর ভাটপাড়া
গুলোর ছেঁদা...
থেঁতলে দে ঐ চ্যাং মরিকানী !
ছাই গুজে দে শকুন
গুলোর মুখে...
তোর লখাই এর বিপদ...!
কত আর ঘুমাবি !