চঞ্চল এ জীবন
      থাকবে কতখন,
জানিনা!আমি জানিনা!
     তবুওতো আশায় বাঁচি;
সত্যি মানতে, পারিনা আমি পারিনা,
      হয়তবা থাকব না আমি
তবুও আমার সপ্ন খানি
       বাঁচিয়ে আমায় রেখেছে জানি।
  
বেঁচে আছি এরই মাঝে
          অপরূপায় সপ্ন সাজে,
সকাল বিকাল আর রাত্রি মাঝে,
          গোলকধাঁধায় পড়ে আমি।
ভাবছি তাই করব কি?
       জানিনা!আমি জানিনা!
জানে আমার অন্তরজামী।