বিজয়ের খেলা বিজয়ের মেলা
বিজয়ের সন্ধ্যা বিজয়ের সকালবেলা,
বিজয়ের রূপ বিজয়ের ছবি
বিজয়ের সবুজ বিজয়ের কবি।
বিজয়ের গান বিজয়ে প্রান
বিজয়ের পতাকা বিজয়ের নিশান,
বিজয়ের ছবিতা বিজয়ের কবিতা
বিজয়ের নেতা বিজয়ের মাথা।
বিজয়ের আকাশ বিজয়ের ধারার
বিজয়ের ছায়া বিজয়ের হাওয়ার,
বিজয়ের চেতনা বিজয়ের মমতার
বিজয় আমার বিজয় তোমার
আমরা হলাম সবাই সবার।