যাদুকাঁটা
*****
নামটি নদীর যাদুকাঁটা,
নয়গো সে নয় সাদামাটা।
তাহিরপুরের কুলটি ঘেষে,
পাহাড় হতে নামল এসে।
শীতল ধারায় প্রাণটি জুড়ায়,
ঐতিহ্যকে লালন করায়।
প্রতিবছর মেলা বসে,
দূরকে ভাসায় মিলন রসে।
আসে মানুষ চোখটি জুড়ায়,
নীল শোভাতে মনটি হারায়।
অনেক কিছু উজাড় করে,
দেয় যে সে আপন পরে।
দেয় বালু, পাথর মাটি,
দেশের জন্য স্বর্ণ খাঁটি।
এই নদীরই উপহারে,
ঘরটি সাজে কি বাহারে।
ইটের উপর ইট সাজিয়ে,
দালান দাড়ায় সুর বাজিয়ে।
ক্লান্তপথিক শীতল করে,
জলের ধারা বছর ধরে।
নদী ওপার লাউড়ের গড়,
হাতছানি দেয়, দৃষ্টি পড়।
পথের পাশেই শাহ আরেফিন,
নাম ডাকি এক সুরের বীণ।
একের ভেতর লুকিয়ে অনেক,
বাংলাদেশের ঐতিহ্য এক।
আসো সবাই একটি বার
পাহাড় নদী দেখিবার।
সুরের ধারায় স্নাত হবে,
হৃদয় মন জুড়িয়ে যাবে।
সত্যি আমরা গর্ব করি,
তুমিই যে গো স্বপ্নপুরী।
সুনামগঞ্জের তাহিরপুরে,
একটিবার যেও ঘুরে।
পূর্ণ হবে মনের আশা,
জায়গাটি যে বেজায় খাসা।
---১৬/২/২০১৮