ভুল ফুল
---
ফুল দেখে ভুল করে দিই হাত বাড়িয়ে,
ফিরে যাবার সময়, আঁচল আমার শূন্য
তুমি চিনলে না, আধেক চেনায়
এই আমি রই চিরকাল।

অথচ তোমার কল্পনায় সততই আমি,
উড়িয়ে ধুলো রাঙা ঘোড়ায়
রাজ্যের দূর থেকে তোমার আগমন,
অপলক তোমার প্রতীক্ষার ক্ষণ
জলবিম্বে যার কায়া খু্ঁজে ফিরো।

কাছে গেলে চোখের কাজলে ঢাকা পড়ে সব
অচেনার আড়াল থেকে অজস্র প্রশ্নবাণ,
ফুল দিলে না, নাই বা দিলে,
অপবাদে পাড়ি দিতে পথটুকু কী ক্ষতি,
সেই হিসেব থাক আজ উহ্য।

ফুল দেখি না আর, দেখি কিলবিল করে কীট,
কাঁচা রোদে ঝিলমিল উদয়াচল
আমার চোখে তবু কেন বৃষ্টি!
১৪/০১/২২