ভ্রষ্টপ্রেম
--
কাছে এলে কেউ
মিষ্টস্বরে বললে কথা,
হৃদপিণ্ডে ভয়ের স্রোত
যেন ভয়ে যায়।
ভালবাসা আজ আর লাল নয়
জণ্ডিসে গুরুতরভাবে আক্রান্ত,
উপরে সমতল সব
ভিতরে যেন চৈত্রের মাঠ।
কাঁটা নিয়ে বসে আছে
বাসন্তী ফুলেরা,
ফুলের বাগানে যেতে আজ
সবচেয়ে বেশী ভয়।
কোথায় গেলে পাই
জীবনের সেই রূপ-রস-গন্ধ,
ভাটিয়ালী সুর নেই
আছে বিকৃত জান্তব উল্লাস।
এরচেয়ে একাকী বসবাস ভাল
সুঁই-সুতোর এফোঁড়-ওফোঁড়
নিত্যই বাঁধুক সযতনে
আত্মপ্রেমে বিভোর এ যুগের মজনু।
২৯/১০/২১