ভ্রান্তি
--
কোমল নয়ন মুগ্ধ,
যখন কমল ফোটে,
বছর কুড়ি পরে,
কুঁড়ির চিহ্ন জোটে।
কাঁটা তখন তুচ্ছ,
কাটে হৃদয় যখন,
কাদা যতই লাগুক
কাঁদা আড়াল তখন।
কুজনে ডাকে নিরলে,
কূজনে মায়া ভরা,
কোন ছলনা ভুলায়,
সকল কোণেই ধরা।
কূলের আশায় হারায়
মিছে আপন কুল,
কতক ছিল অদৃষ্ট,
বাকি কথকের ভুল।
৩০/০৩/২১