ভরাডুবির কালে
---
ভরাডুবির কালে শঙ্কিত
পূণ্যপথের যাত্রীরা
ভাবের অভাবে অপূর্ণ শূন্যস্থান,
তবুও গুরুভার, দম চেপে আসে।
পূণ্য বোঝাই ভরের নৌকা
ভরবেলা যায় ডুবে।
কে দিল অজান্তে অভিশাপ!
কীসের অভিশাপ!
ভরার নৌকায় পূণ্য থাকে যেমন,
কতিপয় খাদকের লোভও থাকে,
নিশ্চিতে তারা ভরপুর করে পাপে,
নৌকাবোঝাই অভিশাপ ঝরে।
কেনা-বেচার হাটে আভরণ খসে পড়ে,
উন্মোচিত হয় নির্ভরতার স্বরূপ
ভরাডুবির কালে পূণ্য থাকে না,
অবিশ্বাসের দোলাচলে
টলমল তারা রহস্যময় ইঙ্গিতে।
পূণ্য পথের যাত্রীরা কুণ্ঠিত ত্রাসে,
অবাক পৃথিবীর অযাচিত দোষারোপ
বদলে দিতে চায় চেনাপথ।
০৮/০১/২২