ভালবাসার মৃত্যু
--
আজ থেকে ঠিক কত সহস্র বছর আগে
ভালবাসার মৃত্যু হয়েছিল
আমি ঠিক জানি না,
তখন নদীর জলে কেউ বাঁধ দিত না,
পৃথিবীতে ছিল সবার একচ্ছত্র অধিকার,
নির্ধারিত সীমানায় বিভক্ত ছিল না
পৃথিবীর জমিন।
আকাশ ছিল মুক্ত,
আর অভয়ারণ্য ছিল সর্বত্রই প্রাণীদের,
মানুষ সমান ভাবে ভাগ করে নিত সব
ওখানে আমি নই,আমরাই রাজত্ব করত।
কাঁটাতার রক্তাক্ত করেনি,
জলসমুদ্রের সীমানা ছিল না,
মানুষের তাই আমিত্ব ছিল না,
সভ্যতার মেকি আবরণ ছিল না,
বাতাস ছিল না বন্দী ইচ্ছেতে কারও
কথা ছিল না তবু
ইঙ্গিতে হত ভাবের বিনিময়,
ক্রমশ মানুষ সভ্যতার সিঁড়ি বেয়ে
এখন শিখর ছুঁয়েছে,
সভ্যতা মানেই বিভক্তি
সভ্যতা মানেই আমি,
সভ্যতা হল আমার রাজত্ব
একচ্ছত্র আমিত্বে
আমাদের পলায়ন।
আমি তাই মুখোশে আবৃত,
যেন ধরা না পড়ে
আমার স্বরূপ
যখন আমি হলাম রাজাধিরাজ
ভালবাসার মৃত্য হল,
মৃত ভালবাসার কঙ্কাল নিয়ে
আমরা উল্লাস করি,
ছিটিয়ে দিই বর্ণিল পানি
ছিটাই ফুলের পাঁপড়ি,
হাসি কৃত্রিম হাসি,
আমি সিংহাসনে বসে থাকি
প্রজাহীন,প্রেমহীন
অচল স্থবির সিংহাসনে।
-০৪/১২/২০১৯