উত্তর
---
মধ্যরাতে সেতারটা বাাজে
সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে
যখন সবাই ঘুমে
কারও ঘুম ভাঙে না,
একদল ক্রীতদাস শাবল হাতে
ওরা খুঁড়ছে মাটি
পৃথিবীর অতল গহ্বরে
লুকোনো গুপ্তধন
সুরের মায়াজাল করে না বিস্তার
স্বেদসিক্ত অবয়ব, দৃষ্টি নিবদ্ধ
জঞ্জালের স্তুপে,
মাটির উপরে রাজার প্রাসাদ
যত সুখ জমা ওখানে,
রত্নরাজি, গুপ্তধন সব পড়ে জমা,
কিছু মানুষ নিজেকে জানে না
নিজেকে খুঁজে না কোথাও
বেঁচে থাকার নির্মম আকুতি
দু'চোখে জমাট অভিমান অনুযোগ
'স্রষ্টা তুমি আমায় মানুষ বানালে
অবয়ব দিলে মানুষেরই কেবল?
দলিত মথিত অসহায়'
স্রষ্টা নিরুত্তর,
মানুষের প্রশ্নের উত্তর স্রষ্টা কখনও দেন না।
২৯/০৭/২৪