উৎপন্ন
--
তোমার সাথে দেখা হবার পরেই
আমি ঋতুবতী হয়েছি।
এখন প্রতিটি ক্ষণ আমার
নিষেকের কাল।
বেলা অবেলার নাই আয়োজন,
তোমার প্রতিটি ক্ষণ-ই সৃষ্টির ক্ষণ।
তুমি ক্ষেত্র কর প্রস্তুত যখন খুশি,
কর্ষণে কর্ষিত ভূমি
সৃষ্টির উলাসে মত্ত।
আমাতে সঞ্চার হয় প্রাণের,
কর্ষিত ভূমিতে বীজ বুনে যাও।
ফসলের প্রতীক্ষায় পললভূমি,
চৈত্রের খরতাপ অপসৃত
যখন বর্ষণে সিঞ্চিত ধরা,
একটু একটু করে
প্রাণের উন্মেষে তৃপ্ত মনোভূমি।
আমি উত্তাপ দিয়ে যাই,
আমি প্রাণের রস সঞ্চার করি,
অতঃপর
আমাদের মিলিত বাসনায়
শষ্যবীজে পরিপূর্ণ হল ভূমি।
উৎপন্ন না হোক পণ্য,
পুঞ্জীভূত ক্রোধে পাপিষ্ঠ অভিশপ্ত,
আমাদের পুত্র হোক
প্রকৃতির সন্তান।
২৩/০৬/২০