ঊর্বশী  
---
রূপবতী সখী তুই কেশবতী চুল,
মনে হয় ওই চুলে হয়ে যাই ফুল
মিঠেল বাতাস বয় ওই চুল ঘিরে,
নিজেকে বারবার পাই ফিরে ফিরে।

নাকটাতো নাক নয় কৃষ্ণের বাঁশি,
হাজার তারার ফুল ফুটে যে হাসি
কান সেতো মায়ামৃগ জবা ফুল দোলে,
হাসিতে যেন তার বিশ্বটা ভোলে।

চোখ দুটো মায়াময় হাসে রয়ে রয়ে,
ডাগর সাগর যেন ধীরে যায় বয়ে
কপাল তোমার ওগো কুন্তল ঢাকা,
মুখটি তোমার জানি চিত্রপটে আঁকা।

যেখানেই থাকো তুমি সুখে যেন থেকো ,
আমার কথাটি যেন মনে তুমি রেখো।
১৭/৬/২০১৮