উপসর্গ (সংস্কৃত)
---

অতি   অতিশয় কড়া তুমি, তোমাতেই যুক্ত
অধি     অধিকার হীন আজ তাই অবমুক্ত।
অনু        অনুতাপে পুড়ে গেলে অনুগামী দৃষ্টি
অপ          অপমানে অপবাদে ঝরে চোখে বৃষ্টি।
অপি           অপিচ আমি হেরে যাই, অপযশে ক্ষীণ
অব               অবরোধ মানে মন? অবশেষে হয় লীন।
অভি     অভিমানে ছুটে মন কোন অভিমুখে
আ          আগমনে হিয়া গোপন, অজানা সুখে।
উপ           উপকূলে ধায় মেঘ, উপবনে অলিকুল
উৎ              উৎসুক ধরা পড়ে, ঘেমে নেয়ে উতরোল।
দুর                 দুর্লভ যতসব রত্ন, কাছে আসে ধীরে
নির                   নির্ভার ডানা মেলে নির্জনে পাখি ফিরে।
নি                        নিদাঘের কালে যদি চাতক না চায়
পরা       পরাজয়ে মুখভার, জল কোথা পায়?
পরি         পরিশেষে ভাঙে মান, অনুরাগে ভাসে
প্র               প্রগাঢ় মায়ায় চাঁদ তাই হাসে আকাশে।
প্রতি             প্রতিদানে ভরি ডালা দেয় প্রতিদিন
বি                  বিবর্ণ যত ছিল আজ উৎসবে রঙীন।
সম          সমাদর করে ডাকে, রাখে কাছে ধরে
সু             সুনীল আকাশ ঢলে সুনীল সমুদ্র পরে।

০৬/০২/১৯