উপহাস
---
ঝরের পরে রইলো পড়ে
ঝরা পাতা সব,
ঝড়ো হাওয়া থামলে চাওয়া
ঝরায় অনুভব।
চঞ্চল পায় অঞ্চল ধায়
চমকে যার আঁখি
চকিত দোলা ঠমকে ভোলা
চঞ্চুতে তার ফাঁকি।
ধবল মেঘে প্রবল রেগে
ধরায় ঝরায় বৃষ্টি,
ধরলো যারে বিনা তারে
ধারায় হারায় দৃষ্টি।
তবুও দুঃখে কভু মুখে
তপ্ত কথা ফোটে
তরল বলে গরল ছলে
তিক্ত ফলই জোটে।
---০২/০৪/২০১৯