উচাটন
---
উচাটন ক্ষণে তবু
মনে মনে ভাজতে থাকি,
মনে মনে আঁকতে থাকি,
সংসার অরণ্যের ধূম্রজাল আর
একঘেয়ে চক্রাবর্তের মাঝে
কিছুটা শ্বাস নিজের মত করে
প্রাণ ভরে নেওয়া শ্বাস, কিছুটা রোমন্থন
স্মৃতির মোড়ক খুলে
'সখী ভাবনা কাহারে বলে,
সখী যাতনা কাহারে বলে!'
আয় চলে যাই ফের
দুরন্ত কৈশোরে,
ঝুলন বেঁধে হাওয়ায়
কলাবেণী দুলিয়ে
ফিরে যাই সেই স্বপ্নময় কৈশোরে,
স্বপ্নের ঘোর শেষে মায়ের আঁচল তলে।
২/২/২২