তুমি নেই
---
বসন্ত এসেছে
তুমি তো আসো নাই,
সেই কবে দিয়েছিলে ডাক,
এরপর অরণ্যে সেজেছে সবুজ শাড়ীতে,
তার জমিনে আঁকা হয়েছে কত ফুল
আর পাখীরা গেয়েছে গান,
আঁচল ভর্তি মায়া নিয়ে উদাস দু'চোখ
তোমাকে খুঁজে ফিরে
ডাক দিয়ে তুমি আর নেই।
ফাল্গুন শেষে চৈত্রের খরা হয়ত ভেবেছ
তাই চলে গেছ শ্রাবণের খোঁজে,
এখানেও আসবে শ্রাবণ
সরস ভূমিতে বইবে প্রাণের উচ্ছাস
তুমি জানতে না এখনও বয়ে যায় নদী
চোখের নদীতে, তুমি চলে গেছ
তোমাকে নিয়ে স্বেচ্ছায় নির্বাসনে
সুখের সন্ধানে,
এখানে এখন কৃষ্ণচূড়া ফুটে আছে
তরুণ গরবে হেসে আকুল
শুধু তুমি নেই, শূন্যতা প্রান্ত জুড়ে।
১৫/০২/২১