তুমি কেমন নদী
---
নদী!
তুমি কেমন নদী!
কোথায় চলে যাও তুমি?
আমি তোমার পাশে বসে,
তোমাতে জুড়াই প্রাণ-
তোমার শীতল জলে।
ঢেউগুলো তো আসে,
একটি একটি  করে আসে
তোমায় নিয়ে কোথায় চলে যায়?
নদী,তুমি এমন কেন?
দুরন্ত তোমার পথচলা
আমি পাইনা খুঁজে থৈ।
তোমার সাথে কথা বলি
আপন মনের খেয়াল যত
দুঃখ যত ছিলো
উজাড় করে তোমার সাথেই বলা।
নদী,তুমি বেখেয়ালী
ক্লান্তিবিহীন পথচলা
উজান পানে ছুটে চলা,
কিসের তাড়া এতো?
একটু থেমে থাকো,আগের মতো
একটু শুনে যাও।
এর চেয়ে ভালো ছিলো
চৈত্রদিনের খরা
শুকনো ধারায় তোমার থমকে থাকা।
জলের স্পর্শে হয়েছো তুমি
প্রাণোচ্ছল ধারা,
তাই তো তোমার প্রচণ্ড রূপ
ভীষণ নেশায় ধ্বংসে যাও
কূলের পাশে নিথর দুই মন।
নদী,শুনবেনা আর কোনও কথা?
তোমায় আমি ভালোবাসি
ভালোবাসি তোমার জলের চাঁদ,
ভালোবাসি ঘাসের শিশির
ভালোবাসি তোমার ভুবন মোহন ফাঁদ।
নদী তুমি বয়েই যাও
এখন যে নব বরষা
চৈত্রের খরায় থমকে যেও,
আমি রইবো পাশে।
ঢেউয়ের প্রকট থাকবে না আর
শান্ত তোমার ক্ষীণ ধারায়।
আমি তখন বলবো কথা
আগের মতো,চুপটি করে শুনবে তুমি,
অনেক কথা জমা আছে
হাজার বলা কথার মাঝেও
আছে অনেক না বলা কথা।
নদী- সময় করে শুনে যেও
আমার কথা নিয়ে যেও
তোমার সাথে করে
মিশিয়ে দিও সুনীল সাগর ঢেউয়ে
আমার কথার সকল দীর্ঘশ্বাস।
১৪/৩/১৯