তুমি এলে  
------
দহনের রাত্রি শেষে
তুমি এলে
তুমি এলে স্নিগ্ধ ভোরে,
মুগ্ধ প্রভাত, মুগ্ধ রবি।
সঙ্গী হল একটি দোয়েল,
একটি নদী
ফুলের গুচ্ছ রেণু
সঙ্গী হল তোমার।

পড়ল ঝরে আঁখির পরে
কুন্তলে দেয় মধুর ছোঁয়া
উদাস সমীরণ
একটু থেমে চায় অলখে
কোন সে বাউল
পথের বাঁকে দিনের শেষে
গোঠের রাখাল,
ক্লান্তি ভুলে সুরের ভেলায়
ভাসিয়ে দিয়ে
নিজকে নিয়ে বিহ্বলতার
সুখে বিভোর।

ডুবসাঁতারে পানকৌড়ি
ক্লান্তি বিহীন ঝিলে
নীরব প্রতিক্ষাতে,
তুমি এলে স্বপ্ন গুলো
চমকে গিয়ে চমক Send
ছড়িয়ে দিল
মিষ্টি মিষ্টি একটি মায়া,
মায়ার জালে বাঁধলে তুমি
কচুপাতার শাড়ি পরে
ঝরো তুমি
অঝোর ধারায় কান্না হয়ে।

বিন্দু বিন্দু কষ্টগুলো
ভাসিয়ে দিয়ে
কালের স্রোতে বিলীন করে
ছড়িয়ে দিতে পার তুমি
আলোর আভাস,
ধুলি মাটি
ধুয়ে মুছে কর সাফাই
মনের ঘরে কর বসত।

মনটি যেন থাকে নীরব
কথার হুলে
জড়িয়ে ভুলে
না হই যেন স্বর্গ পতন
অঝোর তুমি
ভরা শ্রাবণ, এনো প্লাবণ
পাষাণ হৃদে ফুল ফুটিয়ে
এনে দিও
সুরভিত মন মাধুরী
একটি সোনার ময়ূর।
২২/৭/২০১৮