তুমি এসো
--
চলতির জলে খোয়াব জড়ানো,
শীতল জলে অবগাহনের আহবান,
তুমি না হয় রক্তির পাড়েই এসো।
বৌলাই চলে ধীরে, দু'ধারে কাশবন সারি,
নীলাদ্রি লেকে একবার যদি আসতে
হাওরের জলে সূর্য নামে
জলফড়িং নাচে ঘাসের ডগায়
দূরে সারি সারি করচের বন।
যাদুকাটার শীতল জলে ডুবসাঁতার
কী মোহময় মায়ায় ছড়ানো শাপলার ফুল,
পরিযায়ী পাখিদের ডানায়
উড়ে উড়ে স্বপ্ন পাখা মেলে।
তুমি না হয় এসো শাপলার বিলে
শালুক তোলার স্নিগ্ধ বেলায়
শোলক বলা রাতের আসর,
কখনও ভরা চাঁদের আলোয়
নৌকার গলুই জমে উঠে
'আজ কালিয়ার জলে যাওয়ার জাতের বিচার নাই গো
জলে যাইও নাগো রাই---'

তবু আমরা জলে যাই,
জলের মহলে আমরা বুঝি
নিজেকেই খুঁজে বেড়াই,
টাঙ্গুয়ার জলে টুপ করে
সন্ধ্যা নামে, আকাশ নামে
মাটির কাছাকাছি,
আলোআঁধারির খেলায়
মৎস্যকন্যা নাচে।

তুমি সময় করে এসো কিন্তু।

১২/৬/২৪