তুমি চলে যাও
--
দেখা না হতেই সন্ধ্যা নামে
আলপথ মিশে যায় দূর দিগন্তে,
সময়ও তোমার মতই
যেন টগবগে ঘোড়া
নিমেষে মিলিয়ে যায় পঙ্খীরাজ,
তুমি চলে যাও যখন
দীঘিতে ফোটে লাল লাল পদ্ম
জলে হাসে চাঁদ
জড়িয়ে ধরে ঘাসের শিশির
চুপি চুপি কাঁদে,
বলে, যেওনা তুমি।

যত হাহাকার পিছে পড়ে থাকে
তুমি চলে যাও সময়ের মত,
আর কিগো হবে দেখা!
নিরবে শুধায় আকাশের কোণে চাঁদ
সন্ধ্যামনি লুটায় ধুলায়
তুমি মিলাও দূরে কোথাও,
আর তো হবেনা দেখা
নির্জন বনপথে।
০৫/১২/২০