তুমি চলে গেলে
---
রইলো পড়ে পিছে যা কিছু ছিলো যেখানে,
তুমি চলে গেলে।
সবকিছু এভাবেই পড়ে থাকে
যেখানে যা কিছু থাকে।
একটি জীবনভর কুড়ানো যতসব বহুমূল্য
পদ্মরাগমনি,যতসব বিত্তবৈভব
সব পড়ে থাকে অযত্নে অগচ্ছিত।
কে নেয় কার ভার!কে নেয় স্বেচ্ছায়
কার ফেলে যাওয়া দুঃসহ গ্লানি
আর কালিমার ভার!
সবাই তো যে যার মতো সময়ের সাথী শুধু,
কে যায় সঙ্গে কার!
যে যায় শুধু সেই যায়,কি নিয়ে সাথে?
সুসজ্জিত রঙ্গমঞ্চ লোভাতুর যাবতীয় মৌমাছি
নির্দ্বিধায় মেনে নেয় পুষ্পহরণ জ্বালা।
যত দূরে ঠেলে দাও,তবু কাছে আসে
কুড়িয়ে নিতে উচ্ছিষ্ট তোমার।
নির্লজ্জ আস্ফালনে ওরাই তো গেঁথেছিলো মালা
তোমার চয়িত পুষ্পদলের ঝরে যাওয়া মুকুলে।
যাত্রাপথের ক্লান্তিতে অবসন্ন তুমি,কোথাও কেউ নেই,
সব চলে গেছে নতুন মধুচক্র অন্বেষণে।
অতঃপর তোমার ব্যাকুল চোখের কাতর মিনতি
কাকে খুঁজেছিলো বদ্ধ গৃহের অন্তরালে?
কেউ ছিলো না আর তোমার জন্য,
শুধু ছিলো নিয়তি আর কাতর চোখের অসহায় অশ্রুজল।
এখন তোমার যাত্রা শুরু মহাকালের পথে
সব রইলো পড়ে,
কত ছলে কত বলে কত না আয়োজনে পরিপাটি বাগিচা
আজ রুক্ষ, মলিন।
চেয়ে দেখে শুধু তোমার প্রিয় কবিতা,
পড়ে থাকে শুধু তোমার প্রিয় কবিতা,
নির্মোহ গভীর বেদনায় দেখে তোমার চলে যাওয়া।
শূন্য রিক্ত তুমি, শূন্য হাতে চলে গেলে,
চলে গেলে মেকি আসরের ঝলসানো আয়োজন থেকে,
চলে গেলে শূন্য নিয়ে, রেখে গেলে শুধু একটি সময়ের দলিল।
১/৭/১৯