তোমার ঠিকানায়
--
অশ্রুত উপাখ্যান শেষে
আমার বৃষ্টি ভেজার সাধ জাগে।
রাতের অন্তিমে ঢলে পড়া চাঁদ ছিল,
ছিল তারাদের মেলা,
কেবল কোথাও ছিল না মেঘ।
তোমার শেষ কবিতায় আমি অদৃশ্য,
দৃশ্যপট বদলে ওখানে ভর করে
অচেনার তটরেখা, নতুনের গুঞ্জন।
আরেকটি সূর্যোদয়ে হয় প্রস্থান আগমনের পালা,
ক্ষয়ে যাওয়া তপ্ত হৃদয় দেখে
অমৃত শেষে গরল অপেক্ষায়।
বহুদিন চলে গেছে তারপর,
শুকতারা নিরবে মুছে ফোঁটা ফোঁটা অশ্রু
আর গোলাপের পাঁপড়িতে আকুলতা।
ঝরে যাবার আগে করুণ আর্তি,
উত্থান পতনে কেমন রঙ বদলে যায়,
সবুজ শ্যামলে নামে গাঢ় ক্লান্তি।
বিপ্রতীপ সময়ের ফেরে
কুণ্ঠিত হয় ঘাসফুল,
ওরা প্রার্থনায় থাকে,যেন উৎসব থাকে অষ্টপ্রহর।
ওদের সাথে প্রার্থনায় রত
বৃষ্টির অন্বেষণে ব্যথাতুর প্রাণ,
প্রণয়ে মাতুক দিন, সন্ধ্যাতারার সাথে।
আর আমি! চোখ মেলে থাকি পথের রেখায়,
যে পথ গিয়ে মিলেছে তোমার ঠিকানায়,
যেখানে তোমার নতুন উৎসব।
--০৩/০২/২০২০