তোমার সঞ্চিত স্মৃতিরা
---
(উৎসর্গ: প্রিয় সহকর্মী সাবিহা সুলতানা)
-----
দিন চলে যায় বহুদূর দিনের পথে,
দিন চলে যায় অনেক স্মৃতি নিয়ে।
কিছুটা তার সুখের আর বেশিটাই
করুণ রাগিনীর।
কিছু প্রাপ্তির যোগফল,বেশিটাই তার দীর্ঘশ্বাস,
যে চোখে হাসতো মায়াবী চাঁদ অনায়াসে,
যে চোখে ছিলো তরঙ্গ দোলা,
মায়াবতী মেঘের উচ্ছল,উজ্জ্বল স্বপ্নময় হাতছানি।
থমকে দাড়াতো করচ আর হিজলের
গাঢ় সবুজ সবুজ পত্রাদি,
তুমি সমস্ত সবুজকে হারাতে অনায়াসে তাই।
যে পথে তুমি যেতে,প্রতীক্ষা আকুল তার প্রহর,
শিউলি আর বকুলের ঈষৎ গন্ধে
বিহ্বল হতো কাঁটামেহেদীর ঝোপ।
সলাজ হাসিতে তোমার মুখ লুকাতো
কৃষ্ণচূড়া আর লাল টকটকে জবা।
গোলাপের বনে থাকে কাঁটা,
ফুলবনে থাকে সাপ আর
চাঁদেও থাকে কলঙ্ক তিলক।
কে কবে ছুঁতে পেরেছে বলো বেণুবনে চাঁদ?
হিল্লোলিত বাতাস কিংবা আলোর তরঙ্গ
কে কবে ছু্ঁতে পেরেছে বলো?
অধরা যা কিছু সবই মরিচীকার মতো,
তন্দ্রায়, জাগরণে লাগায় ভীষম ঘোর।
যখন স্পর্শে আরক্তিম মিয়ানো লজ্জ্বাবতীর পাতা,
অপবাদে মুখর হয় তৃষিত যাবতীয় আকাঙ্ক্ষা,
তারা দলে দলে বলে যায় কলঙ্ক তোমার।
তুমি থাকো অধরা,তুমি থাকো স্বপ্নে
তোমাকে ঘিরে আবর্তিত হোক বহু জনমের প্রতীক্ষা।
দিনশেষে তোমার কালো চুলে রূপালী ঝিলিক,
নিপাট অনুপম মুখশ্রীতে জেগে উঠে চর,
শুকায় নদী হারিয়ে নাব্যতা।
চোখে নামে ঘোলাটে তমসা
আর আবারও দীর্ঘশ্বাস হৃদয় জুড়ে।
পিছু ফিরে দেখো,ওখানে ছিলো অনেক সতৃষ্ণ দৃষ্টি,
ছিলো কোলাহল আর অনেক বেশি নির্জনতা।
এখন তুমি ডায়েরীর পাতা খুঁজো,
স্মৃতির এ্যালবামে তোমার হাসিরা অনুপম অনুরাগে হাসে,
তুমি খু্ঁজে বেড়াও যোগফলের পরে অসংখ্য শূন্য।
কোথাও ছিলো না যোগফল সংখ্যায়,
ওখানে কেবলই শূন্য।
যদিও দীর্ঘ যাত্রা শেষে হয়েছে সামান্য সঞ্চয়
তবু  তুমি শূন্য নিয়েই এখনও আছো,
শূন্যতার বিলাপে কাটে তোমার তন্দ্রাবিহীন রাত্রি।
নির্জনতা প্রকট হয়,
তুমি কাটাও দুঃসহ প্রহর,অজস্র স্মৃতি তোমার সাথে,
একরাশ শূন্যতা আর স্মৃতির ধুলোবালি নিয়ে
তোমার একাকী বসবাস এখন।
---০৬/০২/২০১৯