তোমার শহর হতে
---
তোমার শহর হতে অনেক দূরে,
সূর্যের রঙে লাগে আরও রঙ
আর এপার ওপারে থাকে সংশয়।
দ্বিধার পরে নেমে আসে দ্বন্দ্ব
কারণ বিশ্বাসটা ছিল অনিশ্চিত
কিছুটা সম্ভাবনার, বেশিটাই আশঙ্কার।
তারপর ভাবনারা উড়ে যায়
তাদের ডানায় থাকে পুরনো দিনের গন্ধ,
পুরনো সিন্দুকে লুকোনো চিঠির মতই।
যদিও বিবর্ণ দিনের বিবর্তনে তবু
ওখানে আছে অনির্দিষ্ট কিছু গুপ্ত সংলাপ,
অভেদ্য প্রহেলিকায় বিবাদের বিস্তৃত সূচীপত্র।
তোমার শহরে বিশ্বাসের সংঘর্ষ নেই,
আমার শহরেও তাই, শুধু
তোমার আমার মাঝে বাড়ে সংশয় নির্দ্বিধায়।
১৭/০৬/২১