তোমার সাথে দেখা
--
সন্ধ্যাও মিলায় ধীরে, দূরে
তোমার সাথে আর কখনই
হবে না দেখা।

যাপিত জীবনের হিসেব রইল বাকী,
আসলে কি বাকী রয়ে যায়!
নাকি পূর্ণ হয়েছে বলেই প্রস্থান!
এ জীবন এমনই দমকা হাওয়ার মতন,
পাতাদের ঝরে যাওয়ার সময়টুকু পর্যন্ত,
মাঠের আলপথে দাঁড়িয়ে, 'কেমন আছ, কবে এলে!'

আলগোছে গুটিয়ে নেওয়া যেন
দূরের পাল্লায় কে কোথায় ধায়
কোন সরোবরে মিলায় সমস্ত সমাপ্তি,
কিছু কথা আলপনা আঁকে
কিছু স্মৃতি পটে আঁকা যেন
কিছুটা সময় যুগলবন্দী হাসিকান্নার।

তোমার সাথে শেষ দেখা কবে ছিল?
ফিসফিস করে বলে সমস্ত ইন্দ্রিয়,
তোমার সাথে আর দেখা হবে না
মায়াভরা কোন সকালে
গাঁয়ের আলপথে, পদ্মপুকুরে।

শিউরে ওঠে যেন আত্মা
তুমি ছিলে অনেকটা জুড়ে কারও
এখন আর কিছু নেই, তুমিও যে আর নেই,
তোমার সাথে আর কথা হবে না,
কখনই আর হবে না দেখা তোমার সাথে।
২৩/০৯/২১