তোমার সাথে
-
তোমার সাথে গিয়ে ছিলাম
অনেক দূরের পাড়ি,
যেখানে ওই মেঘের সাথে
আকাশ বাঁধে বাড়ী।
কল্প সুখে ভাসায় যখন
স্বপ্ন কাজল লোর,
মিলিয়ে যায় অনেক দূরে
সব হারানো ভোর।
মনের রঙে রাঙিয়ে দিয়ে
ভাসাই মেঘে ভেলা,
সুখের বেশে বিলাপ নিয়ে
কাটাই আজ বেলা।
২৬/০১/২০