তোমার অপেক্ষায়
-----
চঞ্চল নৃত্যে প্রজাপতি নাচে দেখো
বনে জাগে আমের মুকুল,
শিহরিত বিটপীর তণুমন জাগে দেখো
আনমনে ভাসাতে দু'কূল।
তটিনীর তট আজ জাগে উল্লাসে
ঊষর ভূমি হবে সরস,
শুষ্ক নদীতে জোয়ার রইবে পাশে,
সব দাহে শীতল পরশ।
তাই বুঝি সাজে অপেক্ষায় বনরাজি
সাজিয়ে বরণ ডালা হাতে,
স্নিগ্ধ কোমল যেখানে অপরূপা সাজি
তোমারই জন্য মাতে মৌতাতে।
তোমার পদধ্বনি শোনা যায় দূরে
সদম্ভ আগমনে কর পরিপূর্ণ,
দাও ভরে শূন্য আধার তোমার সুরে
দাম্ভিক যত আছে কর দর্পচূর্ণ।
১/৩/১৯