তোমার জন্য কবিতা
-
কবিতার জন্য কাটে বিনিদ্র রাত্রি,
কবিতার জন্য খুঁজি নিয়ত
অপরূপ শব্দের জাল,
কবিতার জন্যই আকাশে বাড়াই হাত
আর ছুঁয়ে দেই বৃষ্টির জল,
তুমি পড়বে বলে আমার কবিতা
আমি রঙধনু থেকে ধার করি রঙ
সাজাই বর্ণের তুলিতে
কবিতার অবয়ব,
আমার কবিতা কাঁদে শুধু তোমার জন্য।

হল না এ জীবনে
কবিতা লেখা তোমার মনের মত
আমার কবিতা বড় নিস্প্রভ,বড় অনুজ্জ্বল
থাকে না চটক,থাকে না ঝমক
অলংকার থাকে না কবিতার শরীরে
তবু আমি লিখে যাই
যদি তুমি ভুল করে তাকাও কখনও,
আকুতি ভরা হৃদয়ের নিবেদন
যদি তুমি পড়,আমি খুঁজে বেড়াই
শরৎ মেঘে একটি কবিতা।

তোমার জন্য আমার কবিতা
কেবলই তোমার জন্য
আমি নিঃশব্দ বাতাসে পাতার শব্দ খুঁজি
শব্দ খুঁজি পুষ্পদলে,খুঁজি বেদনার রঙে,
সাজাব আমি শব্দের মালা; তোমার জন্য।
৮/৯/১৯