তোমার যাবার বেলা
--
যখন তুমি বললে যাই
জলে তখন চাঁদ নেমেছে,
ডুবসাঁতারে মগ্ন চরাচর
তবু আমাতে ঘোর অমাবস্যা,
ভালবাসা এমন কেন হয়?
ভালবাসায় চোখের জলে নদী হয়,
প্রকাশের বিপরীতে লুকিয়ে থাকে
নিথর কিন্তু দামী ভালবাসা;
কারও জীবন কাটে ভালবাসার সমুদ্রস্নানে
আর কারও এক জীবন কাটে দীর্ঘশ্বাসে,
ভালবাসা খুঁজতে গিয়ে নিজেকেই ভালবাসা হয়নি কেবল।
যেখানে যা কিছু পেয়েছি, যতনে করেছি আপন,
কেবল নিজেই হতে পারি নি আপন কারও
ভুল করে ভালবাসা হয়,
শুধু হয় না বলা, নিরুত্তাপ বড় অবহেলায় পাশ কেটে যায়
জলে আজ চাঁদ নেমেছে
তোমার ফিরে যাবার পথে ছড়িয়ে দিয়েছি
অজস্র ফুলের পাঁপড়ি,
তুমি অনায়াসে চলে যাও তোমার পৃথিবীতে
ভুল করে নেমে আসা ভুলের রাজ্য থেকে
সবশেষে অবসানে নামে ঘুম
আমার নির্ঘুম শয্যায়।
--১৬/০১/২০২০