তোমার ফাগুন
----
দখিন হাওয়া মাতায় তোমায় মাতো তুমি,
মাতে নয়ন দিশাা হারায়, নাচো তুমি
নাচো, নাচো, নাচো।
আপন ভুবন রাঙিয়ে তুমি,মাতিয়ে তুমি
প্রদীপ শিখা জ্বালাও,জ্বলে শিমুল অনুরাগে
মাতো  এবার মাতো।
খুব সকালে একটি কোকিল কণ্ঠে তুলে গান
সুরের জালে জড়িয়ে ভুবন মায়া ছড়ায়,
জাগো এবার জাগো।
পলাশ হাসে, সূর্য যেমন হাসায় সকল ধরা
হাসে শিশির,হাসে যত দুঃখেরা সব
হাসো এবার হাসো।
জ্বালিয়ে দিয়ে রঙের বাতি আমি চলে যাই,
কোথায় যাবে তুমি? থাকো রঙের মেলায়,
থাকো তুমি থাকো।
আমি ছড়াই রঙের কণা,আমি রাঙাই ভুবন
রাঙানো শেষ যাই এবার,বারণ কর নাকো,
বারণ করো নাকো।
উড়িয়ে ধুলো রঙ ফেলে সব বিবর্ণেরা পালায়
উদাস হাওয়া কাঁদে শুধু,কাঁদো তুমি
কাঁদো আরও কাঁদো।
ভালোবাসায় রঙ ছিলো না,ছিলো জটিল ছল
মনের ভুলে মনের চাবি হারিয়ে খুঁজো, এবার
খুঁজো তুমি খুঁজো।
বিরহিনীর পরাণ কাঁদে, ডাকে কোকিল দূরে সুরে
কাঁদে আকাশ,কাঁদে নদী, অশ্রুজলে ভাসো তুমি,
ভাসো এবার ভাসো।
------১৩/০২/২০১৯