তোমার ডাকে
---
শুভ্র সর্পিল আসো তুমি
শুভ্র সর্পিল গতিতে
উন্মনা মনোপাখি হাসে তবু
মুগ্ধ, মনভোলা মতিতে।
একটি একটি পুঞ্জিত ঊর্মি
দোলে ঊর্মিমুখর রাগে,
বাঁকে বাঁকে থাকে মায়া
অজানার শিহরণ লাগে।
আছে সুখ আছে রঙ
অপরূপা কেশরের ভঙ্গী,
মন কেন ভেসে যায়
চঞ্চল নৃত্যের সঙ্গী।
বহুদিন সখ ছিলো হৃদে
ছুঁয়ে যাবোই তোমায়,
শুভক্ষণ আসে যবে ধীরে
কাছে ডাকো আমায়।
মেঘদল সাথে উড়ে যাই
ডাক তুমি দিলে,
স্বপ্নের খেয়া একাকী তাই
কাছে টেনে নিলে।
ঘোর মাঝে হিয়া কাটে
কাটে সব অবসাদ,
ঝিনুকে পেয়েছি মুক্তো দামী
অবিরত ডাকে নিষাদ।
আমাতে ফিরে পাই খুঁজে
অনেক পুরনো আমি,
আজ জলে মিশে গেছে
অশ্রুহীন রুক্ষ মনোভূমি।
৭/৭/১৯