তোমার আমি
---
তোমার যে আনন্দ আমায় ছুঁয়ে যায়
উপহার দেয় রোদেলা দুপুর প্রতিক্ষণ,
তোমার যে ব্যাথায় আমি টলমল
আমায় দেয় বিষন্ন বেদনার বিকেল,
আমি বসে থাকি কালনীর পাড়ে,
ওপারে থাকে সুখের কানন,
এপারে আমার কবিতার খাতা।

তোমার যে হাসিতে ভুলে যাই যত ব্যথা,
অশ্রুকণায় অনুভব করি
যেন কোন পথহারা নাবিক
খাবি খায় উত্তাল সমুদ্রে, সংকটে
তোমার দু'চোখে থাকে আমারই অধরা স্বপ্ন
যত কাছে তত দূরে, কিংবা দূর হয় কাছে,
ম্লাণ বিস্ময়ে ভাবি, সবকিছুই যেন মতিভ্রম;
সময়টা এমনই, একে যায় না রাখা ধরে।

তুমি তাই তুমি হয়ে যাও দূরে,
দিয়ে যাও কিছু স্মৃতি, কিছু সুখ কিছু দুঃখ,
সমস্ত জীবনটাই যেন এক স্মৃতির খাতা,
সারাটা জীবন ধরেই স্মৃতির পাতায় মুখ গুঁজে থাকা,
তবু তোমার আনন্দে বর্ণিল আমি,
তোমার স্বপ্নীল চোখে আমি,
তোমার দুঃখগাঁথায় টলমল আমি,
তোমাতেই আমার আমি, যেন বা পুনর্জন্মে আমি।
৩/১০/২৪