তোমায় খুঁজেছি
--
তোমায় খুঁজেছি সর্বত্র,
আমার হাতঘড়িতে,দিন-পঞ্জিকায়,
আমার অষ্টপ্রহর কেটেছে তোমার অন্বেষণে।
কখনও আকাশের নীলে,কখনও সবুজ দিগন্তে
আমি কাটিয়েছি প্রহরের পর প্রহর,
রাতের অন্ধকারে,জোনাক জ্বলা জোছনায়।
কখনও ঝরাপাতাদের ভীড়ে,
চেনা বকুলের গন্ধে তোমায় খুঁজেছি,
তোমায় খুঁজেছি বৃষ্টির দিনে কদম্ব শাখে।
আমার চেনা পথের বাঁকে খুঁজেছি তোমার পায়ের চিহ্ন,
আমার অচেনা অসম্ভবেও তোমায় খুঁজেছি
যন্ত্রণাকাতর দগ্ধ প্রহরে তোমাকেই খুঁজেছি আমি।
কোথাও তুমি ছিলে না,
তুমি কেবল আছো চিত্ত জুড়ে,আমার স্বপ্নবিলাসে,
আমার অলীক কল্পনায় তোমার অস্পষ্ট চিহ্ন।
বেলা অবেলার কত না অপেক্ষার শেষে
তোমায় খুঁজে পেয়েছি আমি,
তুমি তো লুকিয়ে ছিলে আমার খেরোখাতায়।
তারপর আমাদের গল্পের শুরু,হয়তো
কথার পৃথিবী চলে যাবে আমার খাতার পাতা হয়ে
অনাগত ভবিষ্যতে,কৌতুহলী কোনও পাঠকের কাছে।
নয়তো মলিন হয়ে ধুলিতে মিশে যাবে,
কেবল প্রাচীন এই চিরনতুন পৃথিবীতে থেকে যাবে
কিছু সময়ের চিহ্ন,মহাকাল ভুলে না কিছুই।
----১৭/০১/২০২০