তোমায় ডাকি
--
নির্ঘুম রাতে আমি আকাশ দেখি,
প্রচণ্ড একাকীত্বভারে আমি ডেকে যাই-
প্রভু তুমি কি আছ ওখানে!
সব নিরুত্তর!
চাঁদটা ঢাকা পড়ে মেঘের আড়ালে।

নিশীথ রাতের স্তুব্ধতা ভেঙে
নিঃশব্দের আওয়াজ কানে আসে
যেন বহুযুগের সঞ্চিত ঘুমন্ত কথারা
একসাথে জেগে ওঠে,
মুখর অথচ শব্দহীন,
আমি আমার প্রভুকে ডাকি আবার-
তুমি কোথায়! আমার যে ভয় করে।

নারকেল  পাতা হঠাৎ দুলতে থাকে,
পৃথিবীময় জঞ্জালের স্তুপ,
এত জঞ্জাল! করেছি যাপন জীবন
অন্ধ ছিল চক্ষু হৃদয়,
হঠাৎ প্লাবণে টালমাটাল তরী।
ঘুমন্ত নগরীতে একাকী আমি,
চারপাশে নেমে আসা স্তুব্ধতা
ব্যঙ্গ করে চরাচরে।

এবার মেঘ সরে যায়,
আড়াল থেকে বেরিয়ে আসে আলো,
পূর্ণিমা রাতের করুণ সুর
একসাথে ঝঙ্কার তোলে,
ছড়িয়ে যায় বিশ্ব চরাচরে
মোহন সুরের ইন্দ্রজাল,
আমি টের পাই কোথাও কেউ আছে,
আমার চক্ষু দেখে না,
হৃদয় দেখে,অনুভবে কে যেন আসে,
প্রগাঢ় শান্তিতে আমি ঘুমের রাজ্যে,
প্রভু! তুমি কি আমায় দেখেছিলে!
১১/০৪/২০২০