তুলনা
--
কাগজের ফুল এঁকে দিলে তুমি
ওতে আছে রঙ বেরঙের মেলা,
তুচ্ছ নয় সে জানি।
প্রকৃতির বাগানে থাকে অযুত ফুল
শোভা বিলায়,ঝরে পড়ে তারপর
অপ্রিয় সে তাই মানি।
কাগজের ফুলে গন্ধ থাকে না,
থাকে না স্বপ্বের ছোঁয়া তাতে
সহাস্যে বলে প্রজাপতি।
প্রকৃতির প্রকৃত ফুলে মাতায় ভুবন
গন্ধে আকুল যত আছে মধুকর
ফুলেল শুভেচ্ছায় ফুলবতী।
--২২/১২/২০১৯