তবু আমি
---
তবু আমি হই না আপন,
তপ্ত ললাটে দিই শীতল পরশ,
হিমে দিই উঞ্চতা,
তবু তোমার নই আমি আপন।
খড়কুটো জড়ো করি
আমি বাঁধি ঘর, তোমার আশ্রয়,
আঁচলে বাঁধি যাবতীয় মায়া
সারাদিন কেটে যায়
তোমার সুখ নিশ্চিতের চাওয়ায়।
আমার ভেতরে উত্তপ্ত লাভা
দিনমান পোড়ায়, অজস্র রক্তক্ষরণে
নীরব চাওয়াগুলো পিষে ফেলি
অশ্রু গোপন করে।
তোমার জন্য হাসিমুখে
কাঁটাগুলো সরাই পথের,
বুনে যাই রঙিন চাদর
গড়ি স্বপ্নডিঙ্গা তোমার।
তবু আমি থাকি ভীষণ পর,
যুগ যুগান্তরের দূরত্ব আমাদের,
যদিও এক আকাশের ছাদ
মাথার উপরে দিয়ে যায় ছায়া।
একই সুরে বাঁধা আমাদের গাঁথা,
এক সমুদ্রে নোঙ্গর ফেলি দু'জনে ,
একই ফুলের গন্ধে বিভোর যদিও
তবু আমি হই না আপন তোমার।
১০/০১/২০