তবে তাই হোক
---
কত তুমি যাও, কত তুমি আসো,
আমি বসে থাকি ভাঙা নদীটির পাড়ে
ভাঙাচোরা মনে
ভাঙন আমার আজন্ম ললাটে
ভাঙন আমার দোষে,
অথচ তুমি কত সহজে পৌঁছে যাও স্বপ্ন-চূড়ায়
কত না সহজে হাসি, কাঁদি
তোমার আনন্দে হই উদ্বেল,
নিজের করে কী করে নিতে হয় সব
অজানা রইল সে গুপ্তরহস্য।
  
যখন শূন্য হাতে গুমরে মরি
কথা থাকে রুদ্ধ কণ্ঠে
অসহায় চোখ খুঁজে বিধাতায়
কেন বিধিলিপি লেখা এত হেরফেরে,
জানি তোমার আসন অটুট রেখে
তুমি ফাঁদ পাতো, তুমিই ছড়াও বৈষম্য

এভাবেই যদি তুষ্ট তুমি
তবে তাই হোক আমার প্রার্থনা,
তাই হোক অবধারিত আমার জন্য,
দ্রোহের আগুনে নীরবে জ্বলি,
অপ্রকাশিত কাব্য আমার প্রকাশিত হোক
নীল জোছনার আকাশ আর শান্ত সমুদ্রে।
২৯/১০/২৪