ঠিকানার খোঁজে
---
আসলে ঠিকানা বলতে কি কিছু আছে!
যা কিছু থাকে কাগজেই লেখা,
ঠিকানা বলতে আসলে কিছু নেই।
যেখানে গিয়ে থেমে যাওয়া
সেটাই তো ঠিকানা,
ঠিকানা তাই বদলে যায়।
এক জীবনে কত যে ঠিকানা বদলে যায়,
মানুষ প্রতিস্থাপিত হয় নতুন করে
নতুন ঠিকানায়,
ঘর পিয়াসী মানুষ ঘর ভাঙে
আবার নতুন করে বাঁধে ঘর।
মানুষ যায় দেশান্তরে, নতুন ঠিকানায়,
ঘর হয় পর, নিত্য নতুন পরিচয়ে
নিত্য আসে জীবনে নতুন মানুষ।
পুরনো পথের রেখায় কিছু চিহ্ন থেকে যায়
পাখীর ডানায় উড়ে মন তবু
কোথাও স্থিরতা নেই,
বিবিধ অপ্রাপ্তি আর অযাচিত বিষয়ে
বিবদমান সময়ের টুকরো কিছু অংশ;
ঠিকানার খোঁজে চিরদিন
চিরস্থায়ী নিবাসের বাসিন্দারা।
২৫/০৫/২২