তাড়া
--
সন্ধ্যাতারা কি মিলে গেছে অলকানন্দায়
কী এত তাড়া ছিল ফিরে যাবার!
এখনও তো রয়ে গেছে কিছুটা প্রদীপ
জ্বালাতে যৌথ সম্মিলনে!
জীবনের সব রঙ ফিকে হয়
কখনও কারও অন্তর্ধানে,
ভরা পূর্ণিমার চাঁদ খুব একাকী
পড়ে থাকে কখনও নিথর রাতে।
কী এত তাড়া ছিল ফিরে যাবার!
তিথির অতিথি যেন, দেখে না
অভিমানে শান্ত দিঘীর জল
মনোভূমে উন্মাতাল ঝড়
নিকষ কাল রাত্তির নামে
জলহীন হৃদয়পটে,
কেউ দেখে না হঠাৎ প্রগাঢ় অন্ধকার।
বিষন্নতা ছুঁয়ে যায় চরাচরে
মেঘকম্পিত কোন বিকেল
কাটবে একাকী মৌনতায়,
অসহ্য সময়ে তবুও কেয়ার আগমন
নতুন কলিতে হাসবে সকাল,
যে যায়, সে যায়
শুধু শূন্যতা বিঁধে কাঁটার মতন,
আর পৃথিবীর সব রঙ
ধুসর আলোতে ম্লান হয়ে আসে।
১০/৬/২৪