তার মনে
---
তোমার সবুজ গাঁয়ে যখন
চুপটি করে আকাশ নামে
আমার মন যে কেমন করে।
ধুলোয় লুটায় করে খেলা,
খেলার ছলে এই আয়োজন
প্রাণের পরশ মিশে যেন তাতে।
একটি পাখি উড়ে চলে
সুসংবাদের ডালি নিয়ে
কই তোরা সব এইখানে আয়।
নদীর জলে বাতাস দোলে
এখান থেকে যাবে সবাই
আনন্দেরই হাট-বাজারে।
যে পথটি এই চলে গেছে
বহুদূরের নাম না জানা দেশে
সেই দেশেতেই ছিল কন্যার বাস।
ছিন্ন বসন হাওয়ায় ওড়ে,
ডাগরচোখে কত স্বপ্ন ভাসে,
পথ চেয়ে স্বজন যদি আসে।
দিনের পর দিন চলে যায়
আসে না তো কেউ
দিন যে তার এমনি হেলায় কাটে।
কোথায় ছিল স্বপ্নপুরী
কোন দেশেতে বাস ছিল তার
মলিন চোখে দুঃখেরা সব হাসে।
জীবন চলে ক্ষয়ের পালায়
সবার সাথে মিলেমিশে সংসারে
অদেখা তার কত চাপা কষ্ট।
জীবন নদী পাড়ি দিতে
মান অভিমানের পালা ভুলে
মেকি হাসির ছলনাতে একটি সবুজ মন।
১২/০৭/২১