তামসী
---------
মনের মুকরে এঁকেছি তোমার নাম,
তুমি যতই পাঠাও আমায় নির্বাসনে
আমি এলোমেলো হাওয়া হয়ে উঁকি দিয়ে যাই
তোমার ঘুমন্ত নগরীতে,
যখন জলেরা থির থির কাঁপে বাতাসের আলিঙ্গনে,
জোনাকীরা দীপ জ্বেলে আলোর ফোয়ারা ছড়ায়,
যখন হাসনুহেনার গন্ধ মাতায় দিক বিদিক,
রাতের তারারা বসায় গল্পের আসর চাঁদের সাথে,
,
আমি তখন চুপি চুপি আসি
জানালা গলে টুপ করে চুপিচুপি দাঁড়াই শিয়রে তোমার
তোমার কপোল গড়িয়ে কুন্তল রাশি,
কী জানি কী স্বপ্নের ঘোরে মুখে ফোটে মৃদু হাসির রেখা
আমি মুগ্ধ তাকিয়ে রই,
এমনি করে সারারাত কেটে যায় নেশার ঘোরে,
তোমাকে অবিশ্রান্ত দেখার নেশায়
অজন্তা ইলোরার চিত্রকল্প তুমি,
তুমি ঊর্বশী নীলিমার ঢেউ
আমি রিক্তহস্ত, আমি কায়াহীন, আমি ছুঁতে পারিনা
মুগ্ধতার বিস্ময়টুকু
অবশেষে নিশি অবসান হয়, সুধাকর হারায় ঠিকানা
তুমি জেগে উঠ মাটির পৃথিবীতে,
আমি তোমায় দেখে তৃপ্ত হৃদয়ে আবার উধাও হই,
অপেক্ষায় থাকি আরেকটি মায়াময় দীর্ঘ রজনীর।
২৮/০৮/১৮