শুভযাত্রা
---
আমাকে যে যেতে হয় মনে মনে
খুব একাকী, খেয়ালি শরতের ভোরে।
যে নদীতে আকাশ নামে সন্ধ্যায়
যে পথের বিজন অন্ধকারে
মেঘ ছুঁয়ে দেয় আলতো করে
পাখিদের ডানা,
সেই পথে, যে পথে আমার আমি
থাকে ব্যাকুল প্রার্থনায়
চিরচেনা অথচ চির অচেনা সেই তোমাকে
চিনে নিব বলে নতুন পথের প্রান্তে,
মাঠের সবুজে নামে কাশের মেয়েরা
গুচ্ছ গুচ্ছ কেশভারে আনত বনকিশোরী।
যদি তুমি চাও, তবে চল একসাথেই যাই
ভেসে যাই অদৃশ্য মনের আকাশের খেয়ায়,
পথের আনন্দে মুখর হোক আজকের শুভযাত্রা।
০১/০৮/২১